শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হয়েছে ওমএস’র চাল-আটা বিক্রি

শ্রীমঙ্গলে সরকারের খাদ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩০ টাকা কেজি দরে ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। সরকার নিম্ন আয়ের মানুষের জন্য এ কর্মসূচি হাতে নিয়েছে।

গত শনিবার থেকে শ্রীমঙ্গল পৌর এলাকায় ৪টি ডিলার পয়েন্টের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। প্রতিদিন জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দিয়ে এবং সই স্বাক্ষর করে জনপ্রতি ৫ কেজি করে ৩০ টাকা কেজি চাল ও ১৮ টাকা কেজি দরে আটা ক্রয় করতে পারবেন।

গতকাল রোববার সকালে পৌর এলাকার সিন্দুরখান রোডে ডিলার আব্দুল হাইয়ের ওএমএস এর বিক্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় চাল ও আটা ক্রয় করতে আসা নিম্ন আয়ের মানুষের ভিড়।

ডিলার আব্দুল হাই জানান, ওএমএস এর চাল নিতে আসা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ে আসতে বলা হয়েছে। সঠিক ওজনে সপ্তাহের ৫ দিন, শনিবার থেকে বৃহস্পতিবার ওএমএস এর  চাল ও আটা বিক্রয় করছেন তিনি।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক প্রকল্পের প্রথম পরমাণু চুল্লির উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন