শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

`বাবমা’র সভাপতি দুলাল, মহাসচিব জুয়েল

`বাবমা'র সভাপতি দুলাল মহাসচিব জুয়েল

বাংলাদেশ অটো ব্রিকস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বাবমা) নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ড. বি এন দুলাল এবং মহাসচিব মো. শাহজাহান সিরাজ (জুয়েল)। গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ক্লাবে কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় কমিটি গঠন করা হয়। মনোনীত সভাপতি দুলাল ফার্স্ট অটো ব্রিকসের চেয়ারম্যান আর মহাসচিব শাহজাহান সিরাজ (জুয়েল) ‘নূর ইকো ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন এইচ অটো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, সহ-সভাপতি ফনিক্স সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এ টি এম পিয়ারুল ইসলাম ও স্টোন ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রবিউল আহসান (শিকো), কোষাধ্যক্ষ এডভান্স টেক লিমিটেডের পরিচালক মোহাম্মদ মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক রশিদ অটো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কফিল উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক অসীম অটো ব্রিকসের ব্যবস্থাপনা পরিচালক মোমেন আল ফারুক ও যুগ্ম সম্পাদক মেট্রোসিম অটো ব্রিকস লিমিটেডের পরিচালক রকিব উল্লাহ্।

কার্যনির্বাহী সদস্য পদে মনোনীত হয়েছেন এম এইচ এবং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিয়া হোসেন, আল-আলী অটো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন বেনু, কুশিয়ারা অটো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, ফার্মল্যান্ড গ্রিন অটো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহীন হোসেন, কেপিটা অটো ব্রিকস লিমিটেডের কার্যনির্বাহী পরিচালক দিদারুল আলম, কে টি জি অটো ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আহমেদ সরকার, রাজ সিরামিকস্ ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের ইবনে কাইউম ও সৈয়দ গাজী অটো ব্রিকসের প্রোপরাইটর গাজী সালাহ্উদ্দিন।

আরও পড়ুনঃ  আবর্জনায় ভরপুর ডাক্তারখানা মাঠ

উপদেষ্টা কমিটির সদস্য মনোনীত হয়েছেন ধর্মপুর সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এ কে এম জহিরুল কাইয়ুম খাঁন, এডভান্স টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হোসেন, ইটা এবং টাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নওশেরুল ইসলাম, ইউনিক সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, আফিল ব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস কে আফিলউদ্দিন ও কেপিটা অটো ব্রিকস লিমিটেডের চেয়ারম্যান সি এম আলম।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন