শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বনবিভাগের দলিল পেলেন উপকূলের ৩৫০ উপকারভোগী

বনবিভাগের দলিল পেলেন উপকূলের ৩৫০ উপকারভোগী

উপকূলীয় বন বিভাগের উদ্যোগে নোয়াখালীর সুবর্ণচরে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়নের আওতায় সৃজিত ১৫.০ সিডলিং কিমি. স্ট্রীপ ৮.০ সিডলিং কিমি. খালপাড় এবং ৫ সিডলিং কিমি. বাঁধ বাগানের মোট সামাজিক বনায়নের ৩৫০জন উপকারভোগীদের মাঝে চুক্তিনামা (দলিল) বিতরণ করা হয়েছে।

গত শনিবার বিকেলে পূর্ব চরআমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দলিলগুলো বিতরণ করা হয়। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে ও উপজেলা বন কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

তিনি বলেন, নোয়াখালী একদিকে যেমন সামাজিক বনায়নের মাধ্যমে হতদরিদ্র মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন সাধন হচ্ছে। অপরদিকে উক্ত বন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হতে উপক‚লীয় জনগণের জানমাল রক্ষা করছে। এছাড়াও বিভাগীয় বন কর্মকর্তা বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে পাঁচ বাসে আগুন

সংবাদটি শেয়ার করুন