শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

পেঁয়াজ চারায় লোকসান

পেঁয়াজ চারায় লোকসান

আবহাওয়া অনুকূলে থাকায় জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকদের পেঁয়াজের বীজতলা পুল চারায় ভরপুর। তবে কৃষকদের জমিতে পেঁয়াজের বীজতলা ভালো হলেও বাজার দর কমে গেছে। এতে লোকসান গুনছেন চাষিরা।

গতকাল শুক্রবার পাঁচবিবি হাটে পেঁয়াজের চারা বিক্রয় করতে আসা উপজেলার ধরঞ্জীর হাজিপুর গ্রামের প্রান্তিক কৃষক ফাজেল উদ্দিন বলেন, প্রায় ৩ হাজার টাকা ব্যয়ে ৩ কাটা জমিতে পেঁয়াজের বীজতলা করেছি। গত বছর ওই জমির চারা খরচ বাদে বাজারে বিক্রয় করে পাঁচ হাজার টাকা লাভ করলেও এবছর অনেক ক্ষতি হবে। আয়মারসুলপুর ইউপির কড়িয়া গ্রামের সুলতান হোসেন একই কথা বলেন। গত বছর পেঁয়াজের পুলের আটি ১৫ টাকায় বিক্রয় করেছি। সেই পরিমানের আটির দাম এবছর সাড়ে ৪ টাকা থেকে ৫ টাকা। জমিতে লাগানোর জন্য পাঁচবিবি বাজারে চারা কিনতে আসা উপজেলার কুসুম্বা ইউপির (ধুরইল) ফেচকাঘাটের আজিমদ্দিন বলেন,  ১০ শতক জমির জন্য ৫ টাকা দরে ৪’শ আটি পুল ২’হাজার টাকায় কিনলাম। গত বছর ওই জমির জন্য সাড়ে ৬’হাজার টাকায় পুল কিনতে হয়েছিল।

পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলার কৃষকরা চলতি বছর প্রায় ৪ হাজার হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করবে। আমরা কৃষি অফিস পেঁয়াজ চাষিসহ সকল চাষিদের ফসল উৎপাদনের সু-পরামর্শ দিয়ে যাচ্ছি বলেও জানান এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কমাতে হবে হিমাগারের ভাড়া

সংবাদটি শেয়ার করুন