শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত-৩

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত-৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার ইলুমদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সোনারগাঁয়ের বস্তল এলাকার হাবিবুর রহমানের ছেলে জহিরুল ইসলাম(২২), সিরাজুল ইসলামের ছেলে মফিজুল ইসলাম(২৮), আড়াইহাজারের সিন্দী মাদবধী এলাকার মোছলেমের ছেলে নবীর হোসেন(২২)।

নিহতের পরিবারের দাবি, জহিরুল লেগুনার মালিক আর মফিজুল ও নবীর হোসেন তার লেগুনার চালক। বৃহস্পতিবার ভোরে বস্তল থেকে তারা দুইটি লেগুনা নিয়ে ইলুমদী এলাকায় গার্মেন্টস শ্রমিক আনতে যাওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে সংঘবদ্ধ ভাবে তাদেরকে পরিকল্পিত ভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবি করেন নিহতের পরিবারের সদস্যরা। এদিকে স্থানীয়দের বরাত দিয়ে থানা পুলিশ বলছে, আড়াইহাজার উপজেলার ইলুমদী এলাকায় ফকির ফ্যাশনের শ্রমিকরা গার্মেন্টসে যাওয়ার পথে রাস্তায় কলাগাছ দিয়ে বেরিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে শ্রমিকদের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ডাকাত সন্দেহে গণপিটুনীতে তারা নিহত হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ‘গ’ সার্কেলের পুলিশ সুপার আবীর হোসেন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভৈরবে সেতুর অভাবে ভোগান্তিতে ১০ গ্রামের মানুষ

সংবাদটি শেয়ার করুন