শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর লঞ্চঘাটে জরুরি ড্রেজিং শুরু

চাঁদপুর লঞ্চঘাটে জরুরি ড্রেজিং শুরু

নাবত্যা সংকট-

চাঁদপুরে লঞ্চঘাটে মাটির কারণে লঞ্চভিড়তে সমস্যা হওয়ায় ড্রেজিং এর কাজ শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরিণ নৌপরিবহণ কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁদপুরে লঞ্চঘাটে এ কাজের উদ্বোধন করা হয়।

জানা যায়, চাঁদপুরে লঞ্চঘাটে মাটির কারণে লঞ্চভিড়তে সমস্যা হওয়ায় সাড়ে ৯১ মিটার (৩শ’ ফিট) এরিয়া ড্রেজিং করা হবে। পাশে ড্রেজিং করা হবে প্রায় ৭৫ ফিট। ড্রেজিং কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানটি আলহাজ্ব কামরুল হাসান রিপনের পরিচালিত মেসার্স নূর এন্টার প্রাইজ কো. লি.। এ সময় বরিশাল ড্রেইজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম, যুগ্ম পরিচালক মাহমুদুল হাসান থানদার, চাঁদপুর নৌথানার ওসি মুজাহিদুল ইসলাম, বরিশাল ড্রেইজিং ডিভিশনের মোহাম্মদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, চাঁদপুর লঞ্চঘাটে ড্রেজিং এর পর মাটির কারণে লঞ্চ ভিড়তে আর সমস্যা হবে না। বরিশাল ড্রেজিং ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, বর্তমানে ড্রেজিংস্থানে ৪ হাজার ঘনমিটার মাটি রয়েছে। শুষ্ক মৌসুমে ড্রেজিং এর পর চাঁদপুর লঞ্চঘাটে সর্বনিন্ম ৮ ফিট পানি থাকবে। বর্তমানে ২ ফিট পানি রয়েছে। ড্রেজিং এর মাধ্যমে ৬ ফিট মাটি কাটা হবে।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চিকিৎসক সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা

সংবাদটি শেয়ার করুন