শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিলাবৃষ্টি-ঝড়ে ফসলের ক্ষতি

শিলাবৃষ্টি-ঝড়ে ফসলের ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জে পৌষ মাসে শীতকালে ব্যাপক বৃষ্টি ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময়  সামান্য বৃষ্টি উপকারী হলেও ব্যাপক শিলাবৃষ্টি ফসল ও আমের মুকুলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষিবিভাগ।

 চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক নজরুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে কৃষকের বীজতলা, সরিষা ও আমগাছের কিছুটা ক্ষতি হয়েছে। কিছু জায়গায় আমগাছের আগাম মুকুল এসেছিল তা নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, জেলার গোমস্তাপুর, শিবগঞ্জসহ চরঅঞ্চলের বিভিন্ন জায়গায় সরিষার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। সদর উপজেলার মহারাজপুর, রানিহাটি, বালিয়াডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি হয়েছে।

এর আগে বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যায়। এর মধ্যে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। কয়েক জায়গায় জলাবদ্ধতা ছাড়াও শীত জেঁকে বসেছে।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  উদ্বোধনের অপেক্ষায় বছর পার

সংবাদটি শেয়ার করুন