শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের পপি

ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের পপি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া) শম্পা খাতুন পপি। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডে ২ হাজার ১০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত বুধবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজয়ের পপি জানান, তার বাড়ি ছিল মাগুরা জেলার আড়পাড়া গ্রামে। ছোট বেলায় তাকে ফুলহরি গ্রামে বিয়ে দেওয়া হয়েছিল। তৃতীয় লিঙ্গ জানার পর স্বামী তাকে নির্যাতন করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে অনেক নির্যাতন সহ্য করতে হয় তাকে। এক সময় তৃতীয় লিঙ্গের লোকদের দলে মিশেন। আবারও ফুলহরি গ্রামে ফিরে এসে বসবাস করতে থাকেন এবং মানুষের পাশে দাঁড়ান।

তিনি বলেন, যে আশা নিয়ে মানুষ তাকে নির্বাচিত করেছে। তাদের সে আশা পূরণে চেষ্টা করবেন। তাদের ভোটের মর্যাদা রাখবেন। এলাকার উন্নয়নে কাজ করবেন।

নির্বাচনে তার আরও দুজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু।


আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে ১৪ জন নিহত

সংবাদটি শেয়ার করুন