শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ বালু উত্তোলনে হুমকিতে যমুনা তীরের ফসলি জমি

অবৈধ বালু উত্তোলনে হুমকিতে যমুনা তীরের ফসলি জমি

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে যমুনা নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের গোপালকেউটিল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন নাহিদ মিয়া, সুবহান আলী, লিটন মিয়া, বারেক মিয়া, আতাউর রহমান, লুৎফর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে সালাম ডাকাত, লালমিয়া মেম্বার, আছিরুদ্দিন চেয়ারম্যানসহ প্রভাবশালীরা। এতে হুমকির মুখে পড়েছে যমুনার পাড়ের ফসলি জমি। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালে উল্টো প্রাণনাশের হুমকি দেয় প্রভাবশালীরা। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকসহ উর্ধতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  চিকিৎসা ব্যবস্থা নিয়ে ফেসবুকে লেখায় সাংবাদিক গ্রেপ্তার

সংবাদটি শেয়ার করুন