শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে ১৬ অবৈধ বেহুন্দি জাল উদ্ধার

রাঙ্গাবালীতে ১৬ অবৈধ বেহুন্দিজাল উদ্ধার

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল নির্মূলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ১৬টি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার দিনব্যাপী বঙ্গোপসাগরের মোহনা ও সোনারচর সংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ষষ্ঠদিনের অভিযানে সোনারচর ও সাগর মোহনায় বিশেষ কম্বিং অপারেশন চালিয়ে ১৬টি অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ্’র নেতৃত্বে সহযোগী হিসেবে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল ও রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এন ইউ আরিফ।

এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল হক বাবুল জানান, বিশেষ কম্বিং অপারেশনের ষষ্ঠদিনের অভিযানে ষোলটি অবৈধ বেহুন্দি জাল উদ্ধারের পর বিকেলে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝুঁকিতে মসজিদ-বাড়িঘর

সংবাদটি শেয়ার করুন