শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ধস, ঝুঁকিপূর্ণ ৮০ মি.

চাঁদপুর শহর রক্ষা বাঁধে ধস, ঝুঁকিপূর্ণ ৮০ মি.

চাঁদপুর শহর রক্ষা বাঁধের বেশ কিছু এলাকার সিসি ব্লক হঠাৎ করে মেঘনা নদীতে ধসে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। গতকাল রোববার সকালে শহরের টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় আলমগীর, রফিক, জহির উল্ল্যাহসহ কয়েকজন জানান, সকালে হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় একশ মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে গেছে। সিসি ব্লক ধসে পড়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। ফাটল স্থানের আশপাশের প্রায় হাজারো মানুষ আতঙ্কে রয়েছে।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, আমরা সকাল থেকেই কাজ করছি। ভাঙন ও ফাটলের কারণে প্রায় ৮০মি. এলাকা ঝুঁকিপূর্ণ। তবে শিগগিরই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  'সম্মান দেয়ার ও কেড়ে নেয়ার মালিক একমাত্র আল্লাহ'

সংবাদটি শেয়ার করুন