শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রীর আসনে চোরাই গরু

যাত্রীর আসনে চোরাই গরু

পূর্ব আকাশে তখনও সূর্যের আলো ফোটেনি। দু‘একজন মুসল্লি মসজিদে যাচ্ছিলেন। হঠাৎ মুসল্লির চোখ রাস্তার পাশে একটি প্রাইভেটকারের দিকে। চাকা পাংচার অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান কয়েকজন। দীর্ঘক্ষণ গাড়িটি পড়ে থাকতে দেখে কয়েকজনের সন্দেহ হলে তাঁরা গাড়ির দরজা খুলে দেখেন গাড়ির যাত্রীর আসনে তিনটি গরু। এসময় গাড়িতে চালক বা কোনো যাত্রী ছিলেন না।

গতকাল রোববার ভোর ছয়টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গরুসহ প্রাইভেটকার উদ্ধার করেছে তারাকান্দা থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে দ্রুত এ খবর ছড়িয়ে পড়ে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ধারণা করা হচ্ছে আশপাশের কোনো এলাকা থেকে রাতে গরু চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাচ্ছিল সংঘবদ্ধ চোরচক্র। পথিমধ্যে গোপালপুর এলাকায় প্রাইভেটকারের চাকা ফেটে যায়। এদিকে রাত পেরিয়ে ভোর হয়ে যায়। এতে প্রাইভেটকারসহ গরুগুলো ফেলে পালিয়ে যায় চোরচক্র। পরে স্থানীয়রা গাড়ির ভেতর গরু দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারসহ গরু তিনটি জব্দ করে। তিনটি গরুই ষাঁড় গরু। যার আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা। ব্যক্তিগত প্রাইভেটকারটি বেশ পুরোনো ও ভাঙাচোরা। গাড়ির কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। আশপাশের বিভিন্ন এলাকায় গরু পাওয়ার বিষয়টি জানানো হয়েছে। কেউ যদি উপযুক্ত প্রমাণ দেখাতে পারে। তাহলে গরু তাদেরকে বুঝিয়ে দেয়া হবে। তা না হলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শতকণ্ঠে বিদ্রোহী

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন