শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা, বাড়বে শীত

বেশ কয়েক দিন ধরেই কমছে রাতের তাপমাত্রা। আজ রবিবার রাতের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ফলে রাতে দেশজুড়ে আরও শীত বাড়বে। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। এবং সেই সাথে শৈত্যপ্রবাহের এলাকা আরও বিস্তৃত হবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কয়েকদিন ধরে দেশের যেসব এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে সেই এলাকা বাড়তে পারে। আগামী কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় আজ রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, কুয়াশা বৃদ্ধির পাশাপাশি আজ দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শীতের অনুভূতি বেশি থাকতে পারে। যশোর–চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলাগুলোতে শৈত্যপ্রবাহ শুরু হয়ে যেতে পারে। আগামী কয়েক দিন উত্তরাঞ্চল এবং দক্ষিণ–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ ছড়াতে পারে।

এ ব্যাপারে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, রাতে তাপমাত্রা কমতে শুরু করেছে। কয়েক দিন ধারাবাহিকভাবে শীত বাড়তে পারে।

কয়েকদিন ধরেই তাপমাত্রা কমছে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। পাশাপাশি বাড়ছে শীতের প্রকোপ।

গতকাল শনিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন।

এছাড়া উত্তরের সব জেলায় শীত জেঁকে বসেছে। শীতের কারণে খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছেন।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আবারও আসবে শৈত্যপ্রবাহ ও বৃষ্টি

সংবাদটি শেয়ার করুন