শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার সংক্রমণ বাড়লে ফের লকডাউন

করোনার সংক্রমণ বাড়লে ফের লকডাউন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়লে ফের লকডাউন আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, আমাদের কিছু কঠোর পদক্ষেপের দিকে যেতে হতে পারে। দোকানপাট, হাটবাজার এবং বিভিন্ন অফিস-আদালতে দেখছি, সেভাবে কেউ মাস্ক পরছে না। এটা দুঃখজনক।’

মানিকগঞ্জ হাসপাতালের নার্সিং কলেজে করোনাভাইরাসের বুস্টার টিকাদান অনুষ্ঠানে শনিবার বিকেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘ভ্যাকসিন হয়তো আপনার মৃত্যুর ঝুঁকি কমাবে, কিন্তু সংক্রমণ থেকে ভ্যাকসিন সেভাবে সুরক্ষা দেয় না। কাজেই মাস্কই সংক্রমণে সুরক্ষা দেবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে, যাদের সবাই ঢাকার বাসিন্দা। শনাক্ত হয়েছে ৩৭০ জন। এ সময়ে মৃত চারজনের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি ছিলেন।

বুস্টার ডোজ প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘যারা দেশে ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনার, ডাক্তার, নার্স তাদের জন্য এ ডোজের ব্যবস্থা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জে এর কার্যক্রম শুরু হলো।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুস্টার টিকাদানের সময় স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রশাসনের প্রফেসর শামিউল ইসলাম, ইপিআর লাইনের পরিচালক মো. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন লুৎফর রহমান ও সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহসহ প্রমুখ।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দূষিত বায়ুর দিন বাড়ছে

সংবাদটি শেয়ার করুন