মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ড্রেনের ময়লা পানিতে ভোগান্তি

ড্রেনের ময়লা পানিতে ভোগান্তি

একমাসের অধিক সময় ধরে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়াম ও নিউমার্কেটের সামনের রাস্তাটি ড্রেনের উপচিয়ে পড়া নোংরা পানিতে সয়লাব হয়ে পড়ে থাকলেও যেন দেখার কেউ নেই। অথচ এ রাস্তাটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর মধ্যে একটি।

স্থানীয় ব্যবসায়ী ও চলাচলকারী মানুষের সাথে কথা বলে জানা যায়, স্টেডিয়ামের পূর্ব পাশে থাকা ড্রেনটি ভরাট করায় নিউমার্কেট, মাছবাজার, কাঁচাবাজার এলাকার পানি নামছে না। এতে ড্রেনে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানি উপছে রাস্তায় আসছে।

ব্যবসায়ীরা জানান, বিসিকের আয়োজনে হস্ত ও কুটির শিল্পমেলার সংস্কারের ভরাট মাটিতে ড্রেনটি বন্ধ হয়ে যায়। এতে স্টেডিয়ামের সামনের গেট ও সামনের রাস্তায় ময়লা পানি জমে দুগন্ধ ছড়াচ্ছে। ব্যস্ত এ রাস্তা দিয়ে সকাল থেকে প্রতিদিন বাজার করতে আসা সহ অফিস, স্কুল, কলেজগামী চলাচলকারী ছাত্র ছাত্রীরা ভোগান্তি পোহাচ্ছে।

এ বিষয়ে পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান জানান, ড্রেনটি বন্ধ করে দেওয়ায় নতুন করে ড্রেন নির্মাণের জন্য প্রায় ২৪ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে। কিন্তু সরকারি বরাদ্দ না থাকায় নির্মাণ কাজ শুরু করা যায়নি।

আনন্দবাজার/এম.আর

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হলুদে ঢাকা আড়িয়াল বিল

সংবাদটি শেয়ার করুন