শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ফুলবাড়ীতে বিনামূল্যে সার-বীজ বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ইরি-বোরো মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্ত¡রে চাষীদের ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নে ৩৯০০ জন কৃষকের মাঝে হাইব্রিড ও উফশী জাতের বীজ সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন দাস, কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ প্রমূখ।

এদিকে গতকাল সকালে ফুলবাড়ী খাদ্যগুদাম চত্ত¡রে সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ধান ও চাল ক্রয়ের কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য অফিস জানিয়েছে, এবার ফুলবাড়ি উপজেলায় আমন মৌসুমে ৬২৩ টন ধান ও ৫৭৫ টন চাল ক্রয় করা হবে। প্রতিকেজি ধানের দর ২৭ টাকা ও চাল প্রতিকেজি ৪০ টাকা।

আনন্দবাজার/এম.আর

আরও পড়ুনঃ  ব্যর্থ হলে পৌর মেয়রকে অপসারণ

সংবাদটি শেয়ার করুন