মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সাজেকে আগুনে পুড়লো তিন রিসোর্ট

রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে বুধবার রাত সাড়ে তিনটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ এবং একটি বসতঘর পুড়ে গেছে।

সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে দীঘিনালা ফায়ার সার্ভিস ইউনিট।

চিলেকোঠা রেস্তোরাঁর মালিক নাসির উদ্দিন পিন্টু জানান, সাজেকে গভীর রাত সাড়ে তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তিনটি রিসোর্ট, একটি রেস্তোরাঁ ও একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ প্রসঙ্গে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল হক জানান, আগুনে তিনটি রিসোর্ট, একটি রেস্টুরেন্ট ও একটি বসতঘর পুড়ে গেছে।

আনন্দবাজার/ টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  শরীয়তপুরে করোনায় আক্রান্ত ৮ বছরের শিশু

সংবাদটি শেয়ার করুন