পাঁচ দিনের ফ্রান্স সফরে পৌঁছে দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের প্রথম দিনে দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।
স্কটল্যান্ড ও ব্রিটেন থেকে পাঁচ দিনের সফরে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ম্যাটিগননে পৌঁছান তিনি। সেখানে দেশটির প্রধানমন্ত্রী জঁ ক্যাসট্যাক্স স্বাগত জানান তাকে। এ সময় একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে। এরপর দেশ দুইটির প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।
এর আগে প্যারিস পৌঁছানোর পর বিমানবন্দরে স্ট্যাটিক গার্ড অব অনার প্রদান হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। লাল গালিচা সংবর্ধনাও দেয়া হয়।
এরপর ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেনশিয়াল গার্ডের একটি সুসজ্জিত দল।
আনন্দবাজার/ টি এস পি