শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তার পানির প্রবাহ কমছে, স্বস্তি নেই এখনো

তিস্তার পানির প্রবাহ কমছে, স্বস্তি নেই এখনো

নীলফামারীর ডিমলার ডালিয়া ব্যারাজ পয়েন্টে কমতে শুরু করেছে তিস্তা নদীর পানি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল ৮টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তবে সাময়িক পানি কমলেও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের মনে স্বস্তি ফেরেনি এখনো। ভাঙন অব্যাহত আছে।

বুধবার (২০ অক্টোবর) সকাল থেকে তিস্তায় পানি বেশি থাকায় প্লাবিত হয়েছে আশপাশের নিম্নাঞ্চল। এতে ভেঙে গেছে চারটি বাঁধ। নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ১ হাজার পরিবার, আর পানিবন্দি রয়েছে ৩০ হাজার পরিবার।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা প্রিন্স জানান, সকাল ৮টায় পাওয়া পরিমাপ অনুযায়ী নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। পানি কমতে শুরু করেছে।

তিনি জানান, নতুন করে কোনো বাঁধ ভেঙেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আমাদের লোকজন মাঠে গিয়েছেন। তারা দেখাশোনা করছেন।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  বৃষ্টিতে পচে যাচ্ছে সবজি

সংবাদটি শেয়ার করুন