রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

টিকা ছাড়া বের হওয়া যাবে না, এমন সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

টিকা ছাড়া বের হওয়া যাবে না, এমন সিদ্ধান্ত হয়নি: তথ্যমন্ত্রী

টিকা ছাড়া বের হওয়া যাবে না, এমন কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর বক্তব্য সঠিক নয়। পরে টিকা ছাড়া বের হওয়ার বিষয়ে দেয়া বক্তব্য প্রত্যাহার করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এদিকে ১০ আগস্ট পর্যন্ত আরো ৫ দিন লকডাউনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা রয়েছে আজ। মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে লকডাউন বৃদ্ধির বিষয়ে জানানো হয়। এতে বলা হয়, ১১ আগস্ট থেকে সরকারি–বেসরকারি অফিস ও দোকানপাট খোলা হবে।

সেদিন থেকেই সীমিত পরিসরে চলবে গণপরিবহন। করোনার সংক্রমণ রোধে ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। এরপর ঈদের সময় ১৫ জুলাই থেকে আট দিনের জন্য সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়। গত ২৩ জুলাই থেকে ফের ১৪ দিনের কঠোর বিধিনিষেধ চলছে।

শেষ ধাপের বিধিনিষেধের মধ্যে সব ধরনের শিল্প-কলকারখানা বন্ধ রাখা হলেও রোববার থেকে রপ্তানিমুখী শিল্প-কারখানাগুলো খুলে দেয়া হয়েছে।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন