শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

১৭ দেশে ছড়িয়েছে করোনার ভারতীয় ধরন: ডব্লিউএইচও

করোনা ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) বিশ্বের আরও অন্তত ১৭টি দেশে ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্বে স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও। সংস্থাটি মঙ্গলবার বলছে, করোনার বি.১.৬১৭ ধরনটি প্রথমে ভারতে শনাক্ত হয়। এখন এটি অন্তত বিশ্বের ১৭টি দেশে ছড়িয়ে পড়েছে।

তবে এ ধরন ভারত ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুর থেকেও ছড়িয়েছে বলে জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

ডব্লিউএইচও বলছে, ভারতে করোনার অন্যান্য যে ধরন রয়েছে তার চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। তবে একই সঙ্গে দেশটিতে অন্যান্য ধরনগুলোও আগের চেয়ে বেশি সংক্রামক হয়ে উঠেছে। এর ফলে ভারতে করোনা মারাত্মক রূপ নিয়েছে। করোনা পরিস্থিতির সাপ্তাহিক ব্রিফিংয়ে বৈশ্বিক সংস্থাটি আরও বলছে, পর্যবেক্ষণে দেখা গেছে প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফায় সংক্রমণ খুব দ্রুত ঘটছে।

তবে ভারতে করোনার সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে আরও কিছু কারণ থাকতে পারে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছে তারা।

উল্লেখ্য, ভারতে বুধবার পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রথমবারের মতো তিন হাজারেরও বেশি লোক মারা গেছে। একই সময়ে ৩ লাখ ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে যা বিশ্ব রেকর্ড।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপাত্ত থেকে জানা গেছে, করোনা মহামারীতে এ পর্যন্ত দেশটিতে ২ লাখ ১ হাজার ১৮৭ জন মারা গেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন