রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের উপহারের পাঁচ লাখ টিকা নেবে বাংলাদেশ

চীনের পক্ষ থেকে উপহার হিসেবে পাঁচ লাখ টিকা নেবে বাংলাদেশ। তবে এই টিকা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় কমিটি।বরিবার (২৫ এপ্রিল) সকালে, সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

এসময় তিনি বলেন, অনুমোদন দিয়ে দেয়া মানে এই না যে এই টিকা এখনই আমরা দিয়ে দিবো। এই সিদ্ধান্ত জাতীয় যে কমিটি হয়েছে তারা নেবে। দেশের প্রয়োজনে যা দরকার তাই করতে হবে।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আরো বলেন, ‘সব টিকা কি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে? তারপরেও তো তারা ব্যবহার করছে। এখন দেশের প্রয়োজনে কি করা হবে তা কর্তা-ব্যক্তি যারা তারা সিদ্ধান্ত নেবেন। আমরা তো এক্সিকিউট করবো, সিদ্ধান্ত নেব না।’

এর আগে, করোনাটিকা পেতে চীনসহ ছয়টি দেশের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে বাংলাদেশ। ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের অন্য দেশগুলো হচ্ছে চীন, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সংবাদটি শেয়ার করুন