রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্য সংকটে পড়লে ফোন দিন ৩৩৩ নম্বরে

করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে দেশজুড়ে সাধারণ ছুটির সময় মানবিক ও খাদ্য সহায়তায় জাতীয় হটলাইন নম্বর ৩৩৩ চালু করেছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এ টু আই) প্রোগ্রাম এই হটলাইন পরিচালনা করছে।

যদি কারো বাসায় খাদ্য না থাকে তাহলে তারা এই নম্বরে কল দিতে পারবেন। সরকারের পক্ষ থেকে খাদ্য পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানান, গত বছরের তুলনায় মজুত এবার কম, তারপরও ভারত থেকে ৫ লাখ মেট্টিক টন চাল আমদানি হয়েছে। বোরো ধান কেনা হলে সরকারের ত্রাণ বিতরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না।

এছাড়া তিনি আরও বলেন, ‘সংক্ষিপ্ত কোড চালু হওয়ার পর যাদের খাবার নেই এমন বহু মানুষ এই নম্বরে ফোন করছেন। তৎক্ষণাত সেইসব কল সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে ট্রান্সফার করে দেয়া হয়। তারা সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।’

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  পর্যটনশিল্পে সম্ভবনাময় বাগেরহাট

সংবাদটি শেয়ার করুন