রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন ইয়েস গ্রুপের ‘পলিসি বিষয়ক প্রতিযোগিতা’

পলিসি মেকিং বা নীতিমালা নির্ধারণ বিষয়ক জ্ঞান অর্জনে তরুণ নাগরিকদের উৎসাহিত করতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ ও ইয়ুথপোলস এর আয়োজনে সম্পন্ন হলো ৩য় পলিসি প্রতিযোগিতা ২০২১।

আয়োজনে বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও টিআইবি ইয়েস গ্রুপ অব ডেভেলপমেন্ট স্টাডিজের উপদেষ্টা ইমরান হোসাইন ভূইয়া, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তাওহিদুল ইসলাম।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবির উটরিচ অ্যান্ড কমিউনিকেশন ডিভিশন এর পরিচালক শেখ মনজুর-ই-আলম এবং টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

উন্নয়ন অধ্যয়ন বিভাগ ইয়েস গ্রুপের সমন্বয়ক ও সংবাদ উপস্থাপক জাফর সাদিক এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের ইয়েস গ্রুপের লীডার কে. এম ইমরুল আয়োজনটি সমন্বয় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী এবং ইয়েস গ্রুপের ডেপুটি লীডার অফ কভিনিউকেশন আরজু আফরিন ক্যাথি।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অনলাইনে ৬টি দল নিজেদের সৃষ্টিশীল নীতিমালা বিষয়ক পরামর্শ বিচারকদের সামনে উপস্থাপনা করেন। এরপর বিজয়ী দলদের নাম ঘোষণা করা হয়। বিজয়ী দলসমূহ যথাক্রমে ” Biowinter duo”, “Agamemnon” এবং “Team E”।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট – ইয়েস গ্রুপের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত তারুণ্যের দুর্নীতিবিরোধী মূল্যবোধ শানিত করতে এবং গুণগত উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড আয়োজন করছে।

আরও পড়ুনঃ  পাইকগাছায় নতুন ইউএনওর যোগদান

সংবাদটি শেয়ার করুন