শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মুগদা হাসপাতালের ১১ তলা থেকে লাফিয়ে করোনা রোগীর ‘আত্মহত্যা’

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের নিচে করোনা আক্রান্ত এক রোগীর লাশ উদ্ধার করা হয়েছে। হাসিব ইকবাল (৫০) নামের ঐ রোগী হাসপাতালের ১১ তলার করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। পুলিশের ধারণা, তিনি ১১ তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা। তিনি জানান, হাসিব ইকবাল ৯ এপ্রিল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসিব যে বিছানায় ছিলেন সেখান থেকে চিরকুট উদ্ধারের কথা জানায় পুলিশ। ধারণা করা হচ্ছে চিরকুটটি তারই লেখা। চিরকুটে লেখা ছিল- ‘আমি আত্মহননের পথ বেছে নিলাম। ইসলামি শরিয়া মোতাবেক আমার দাফনের ব্যবস্থা করুন’।

হাসপাতালে ১১ তলার ১১০৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন হাসিব। তিনি ছিলেন অবিবাহিত। যোগাযোগের চেষ্টা করেও পুলিশ তার আত্মীয়স্বজনের সন্ধান পাচ্ছে না। ঢাকায় তার এক সৎ ভাই থাকলেও তিনি আসতে পারবেন না বলে জানিয়ে দেন।

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছে পুলিশ।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আইভী

সংবাদটি শেয়ার করুন