শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহ বই পরিষদকে ‘ছবিঘরে’র বই উপহার

ময়মনসিংহ বই পরিষদকে (স্ট্রিট লাইব্রেরী) বই উপহার দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ‘ছবিঘর’। বুধবার (২৪ ফেব্রুয়ারি) ‘ছবিঘর’ এর কর্ণধার পলিন কাউসার ময়মনসিংহ বই পরিষদের ফাউন্ডার স্বচ্ছের হাতে উপহার তুলে দেন।

ময়মনসিংহের কিশোর-কিশোরী, তরুণ-তরুণীসহ সর্বপরি সকল বই প্রেমিককে একসাথে করার উদ্দেশে যাত্রা শুরু করেছিল ময়মনসিংহ বই পরিষদ। বই পড়তে মানুষদের আগ্রহী করে তোলা বিশেষ করে কিশোর-কিশোরীদের বইয়ের প্রতি ভালোবাসা জাগানোই এর প্রধান কাজ।

এ ব্যাপারে স্বচ্ছ আনন্দবাজারকে বলেন, ময়মনসিংহ বই পরিষদ নামটি শুধু ময়মনসিংহে থাকা বই প্রেমিদের একসাথে করার জন্যই দেওয়া হয়েছে।তাছাড়া ময়মনসিংহের কিশোর কিশোরীদের বই এর প্রতি ভালোবাসা এবং আগ্রহ বাড়ানোর জন্য এই গ্রুপটি কাজ করে যাচ্ছে।

ময়মনসিংহ বই পরিষদ এর স্ট্রীট লাইব্রেরী নিয়ে স্বচ্ছ আরও বলেন, ময়মনসিংহ বই পরিষদের এই স্ট্রীট লাইব্রেরীটি ২০২১ সালের ৯ জানুয়ারি স্থাপন করা হয়েছে। এখান থেকে যে কেউ বিনামূল্যে বই বাসায় নিয়ে পড়তে পারবে। আমাদের ইচ্ছা আছে ময়মনসিংহের প্রতিটি এলাকায় কিশোর-কিশোরী দ্বারা স্ট্রিট লাইব্রেরী তৈরি করার।

এসময় বই উপহার দেয়ায় ময়মনসিংহ বই পরিষদ এর পক্ষে ‘ছবিঘর’ এর কর্ণধার পলিন কাউসারের প্রতি ধন্যবাদও জ্ঞাপন করেন স্বচ্ছ।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ধীরগতিতে ড্রেন নির্মাণে জনদুর্ভোগ

সংবাদটি শেয়ার করুন