শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার মুরাদনগরে আল আরাফা ইসলামি ব্যাংক শুভ উদ্বোধন

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার, বাইড়া জয়দল হাজী টাওয়ারে আল আরাফা ইসলামি ব্যাংকের কুমিল্লা (১৫৬/৪০৯) শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ই জানুয়ারী) সকাল ১১ টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত উদ্বোধন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব আবেদ আহাম্মদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং, আল আরফা ইসলামী ব্যাংক লিঃ প্রধান কার্যালয় ঢাকা। বিশেষ অথিতি হিসাবে ছিলেন জনাব রফিকুল ইসলাম, এপ, এডি, পি ও শাখা ব্যাবস্থাপক, আল আরাফা ইসলামি ব্যাংক, কুটি বাজার বি-বাড়ীয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাজাহারুল ইসলাম, এফভিপি ম্যানেজার তানার বাজার বি-বাড়ীয়া, জনাব মাফুজুর রহমান পরিচলক আল আরাফা ইসলামি ব্যাংক মাধবপুুর

বি- পাড়া কুমিল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ ফয়সাল আহাম্মদ জুয়েল, সাবেক যুগ্ন-আহব্বায়ক ও সাধারন সম্পাদক পার্থী টনকী উই পি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মাহমোদুল হাসান (মাসুক) প্রভাসক বায়ীক কলেজ, গুপিনাথপুর আখাউরা বি- বাড়ীয়া। জনাব মাজাহারুল ইসলাম প্রভাসক বাইড়া, হাজী কামাল সরকার, জনাব হাজী খলিলুর রহমান, জনাব নজরুল ইসলাম মাষ্টার, জনাব মজিবর রহমান মাষ্টার, জনাব শফিকুল ইসলাম (শফিক) যুগ্ন সম্পাদক ২২নং টনকি ইউপি আওয়ামিলীগ, জনাব ফরিদ মিয়া,জনাব জুবেদ আলী মেম্বার, জনাব মদন মেম্বার, হাজী জয়দল হোসেন, জনাব শফিক সরকার সহ এলাককার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল আরাফা ইসলামি ব্যাংকটি আমাদের কুমিল্লার ১৫৬/৪০৯ নম্বর শাখা, আমদের দেশের সকল আল আরাফা ইসলামি ব্যাংক একই শুত্রে গাথা, আল আরফা ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নিয়ম নীতি মালায় আবকাঠামো।

আরও পড়ুনঃ  কুমিল্লায় বিলুপ্তির পথে বিদ্রোহী কবির স্মৃতিচিহ্ন

আনন্দবাজার/শাহী/বাশার

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন