শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে শুরু হয়েছে ৪২ তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ

ঝালকাঠিতে শুরু হয়েছে ৪২ তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় মাঠে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

২৬টি স্টলে মাধ্যমিক দাখিল ও কলেজ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীরা বিভিন্ন উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করেছে। এই বিজ্ঞান মেলা উপলক্ষ্যে বিজ্ঞান অলিম্পিয়াডে ৪টি উপজেলা বিজয়ীরা কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে ঝালকাঠির পৌর মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার, জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন, জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা, প্রেসক্লাব সভাপতি চিত্ত রঞ্জন দত্ত বিশেষ অতিথি ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক অতিথিদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি পরিদর্শন করেন।

আনন্দবাজার/শাহী/বাঁধন

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রমজানকে সামনে রেখে পাইকগাছায় টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

সংবাদটি শেয়ার করুন