শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাক জাউয়া শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ব্র্যাক জাউয়া শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ব্র্যাক আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম জাউয়া বাজার সুনামগঞ্জ শাখার সহযোগীতায় ও দামোধরতপী গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে অতিদরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩.০০ ঘটিকায় পূর্ব পাগলা ইউনিয়নের হল রুমের সামনে দামোধরতপী গ্রাম সামাজিক শক্তির কমিটির সভাপতি আরজক আলীর সভাপতিত্বে এবং ব্র্যাক জাউয়া বাজার শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মনির উদ্দিন।

বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন আল্ট্রাপুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সুনামগঞ্জ শাখার এসটিও বিকাশ চন্দ্র দে ও শেখ জুবেল মিয়া।

বক্তব্য রাখেন পূর্ব পাগলা ইউনিয়নের ইউপি সদস্য আজির উদ্দিন, ইউপি সচিব ইয়াছমিন হুসনে আরা, দামোধরতপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ওবায়দুল হক মিলন।

এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাকের বিএম সৌরভ কান্তি দেব, কর্মসূচী সংগঠক মহিবুর রহমান, ফজলুল হক ও কনিকা রানী দেবী। আরো উপস্থিত ছিলেন দামোধরতপী গ্রাম সামাজিক শক্তি কমিটির মফজ্জুল আলী, জিয়াউল হক, রহিমা বেগম, মাষ্টার আলতাব হোসেন, অর্চনা সূত্রধর, ইউপি সদস্যা কুহিনুর বেগম, সুর্বনা সূত্রধর, শেলী সূত্রধর প্রমূখ।

আলোচনা পূর্বে সবাইকে মাস্ক বিতরণ ও আলোচনা শেষে হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আনন্দবাজার/শাহী/সাইফ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জয়পুরহাটের ৩ উপজেলায় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন

সংবাদটি শেয়ার করুন