শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বড়দিন সৌহার্দ্য সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে’

বড়দিন দেশের খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে সাভারে ধরেন্ডা সাধু যোসেফের গির্জা মঠে বড়দিনের কেক কাটার আগে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে বর্তমানে বিশ্ব বিপর্যস্ত। সামাজিক দূরত্ব বজায় রেখে এবারের বড়দিন পালন করুন।

বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীসহ দেশের সব মানুষকে শুভেচ্ছা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বড়দিন দেশের খ্রিস্টান ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য সম্প্রীতিকে আরো সুদৃঢ় করবে।

দেশের সকল চার্চ ও গির্জায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় রয়েছে গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে দৃষ্টিনন্দনভাবে ক্রিসমাস ট্রি সাজানো।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মানুসারীরা আজ যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সচেতন ভিক্ষুক দম্পতি!

সংবাদটি শেয়ার করুন