ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঠিকাদারদের তালিকা চাইলেন প্রধানমন্ত্রী

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে যে ঠিকাদারেরা বেশি কাজ পেয়েছেন, তাদের ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর নাম জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার অন্যতম কারণ হলো একটি ঠিকাদারি প্রতিষ্ঠান অনেক কাজ পেয়ে যায়। যে কারণে সব প্রকল্পে ঠিকাদারেরা সমান গুরুত্ব দেন না। অনেক উন্নয়ন প্রকল্প আছে, যেগুলো বাস্তবায়নে অনেক দেরি হয়ে যায়। সময়মতো প্রকল্পের কাজ শেষ হয় না।

একনেক বৈঠক শেষে পরিকল্পনা সচিব আসাদুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, কোন ঠিকাদার কতটি কাজ পেয়েছে, সেই তালিকা তৈরি করবে সব মন্ত্রণালয় ও বিভাগ। প্রধানমন্ত্রী বলেছেন, মুষ্টিমেয় কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ পাবে, এটা হতে পারে না। নতুনদেরও কাজ দিতে হবে। কাজ না করলে অভিজ্ঞ হবে কীভাবে। উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে চাইলে এক ঠিকাদারকে বেশি কাজ দেওয়া যাবে না।

পরিকল্পনা সচিব বলেন, মহাসড়কে দুর্ঘটনা কমাতে প্রধানমন্ত্রী চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ করতে বলেছেন, যাতে তাঁরা বিশ্রাম নিতে পারেন।

পরিকল্পনা সচিব আরও বলেন, একনেক ১০ হাজার ৭০২ কোটি টাকার মোট ৭টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকার দেবে ৬ হাজার ৪৫৯ কোটি টাকা। বাকি ৪ হাজার ২৪৩ কোটি টাকা মিলবে উন্নয়ন সহযোগীদের ঋণে। অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ১ হাজার ৮০৫ কোটি টাকার আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) (২য় পর্যায়) প্রকল্প, ৩০৭ কোটি টাকার শেখ হাসিনা তাঁতপল্লি স্থাপন (সংশোধিত), ১ হাজার ৩৩৩ কোটি টাকার কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় বিশেষ আশ্রয়ণ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন