ঢাকা | বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক আনন্দবাজার-এ সংবাদ প্রকাশের পর / নাগেশ্বরীতে কৃষি উপকরণ ব্যাংক সিলগালা, আটক- ১

দৈনিক আনন্দবাজার-এ সংবাদ প্রকাশের পর কৃষি উপকরণ ব্যাংক-এর অফিস সিলগালা করে প্রতিষ্ঠান প্রধানকে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে মামলা দায়ের করে আটক জোনাল পার্টনার রেজাউল করিম সরকারকে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) আনন্দবাজার-এ “নাগেশ্বরীতে কৃষক মারার ফাঁদ- কৃষি উপকরণ ব্যাংক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদসূত্রে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অনুমোদনহীন গড়ে উঠা প্রতিষ্ঠানটি সিলগালা করে রেজাউলকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে থানায় সোপর্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। এই প্রতিষ্ঠানের অনুমোদন ও বৈধ কোনো কাগজ-পত্র ছিল না বলে জানান তিনি।

এবিষয়ে নাগেশ্বরী থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবার (২৫ নভেম্বর) আসামীর বিরুদ্ধে ৪০৬, ৪১৭ ও ৪২০ ধারায় মামলা দিয়ে জেলা আদালতে পাঠানো হয়েছে। মামলা নং ১৮ বলে জানান তিনি।

এদিকে মামলা বাদী জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক শফিউল আজম বলেন, বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে মামলাটির বাদী হয়েছেন তিনি।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ করিম জানান, দৈনিক আনন্দবাজার-এ প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা এই অনুমোদনহীন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারি এবং তা দ্রুত বন্ধের ব্যবস্থা নেই। এই অধিদপ্তরের পরিচয়ে কাওকে কোনো প্রকার দূর্নীতি করার সুযোগ দেয়া হবে না বলেও জানান তিনি।

উল্লেখ্য সোমবার (২৫ নভেম্বর) দৈনিক আনন্দবাজার-এ প্রকাশিত “নাগেশ্বরীতে কৃষক মারার ফাঁদ- কৃষি উপকরণ ব্যাংক শিরোনামে অনুমোদনহীন প্রতিষ্ঠানের নানা অনিয়ম ও দূর্নীতির চিত্র তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন