ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘রেল যোগাযোগ উন্নত করতে নেয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা’

রেল যোগাযোগ উন্নত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, ইতোমধ্যে নোয়াখালীতে সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে ফেনী-চৌমুহনী-সোনাপুর ৪ লেন প্রকল্প চলমান রয়েছে।

জানা গেছে, আজ সোমবার ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নোয়াখালীতে তার নির্বাচনী এলাকার নানা উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এ সময় অসচ্ছল ও অসুস্থ লোক যে দলেরই হোক, তাদেরকে সহযোগিতা করতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান সেতুমন্ত্রী। সেই সাথে ক্ষমতার অপব্যবহার না করে মানুষের সাথে বিনয়ী হওয়ার কথাও বলেন।

তিনি বলেন, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ ও নারী অবমাননাকারীর সাথে যারাই জড়িত হবে তাদের জন্য আওয়ামী লীগের দরজা সারাজীবনের জন্য বন্ধ।

সেতুমন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে প্রায় সবকিছুই পূরণ করা হয়েছে। প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং দ্রুত গ্যাস সরবরাহ করা হবে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন