করোনাভাইরাস পরিস্থিতিতেই ওমরাহ পালনে বিদেশীদের সুযোগ করে দিয়েছে সৌদি সরকার। তবে এখনও ওমরা পালনের জন্য সৌদি যাচ্ছে না বাংলাদেশীরা। এজেন্সি মালিকরা জানান, খরচ দ্বিগুণ ও বয়স নির্দিষ্ট করে দেওয়ার কারণে ওমরায় যাওয়ার আগ্রহ কমে গেছে বাংলাদেশী মুসল্লিদের।
ওমরাহ কার্যক্রম শুরু করতে বৈধ এজেন্সির তালিকা করার জন্য আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বলা হয়েছে, আগ্রহী এজেন্সিগুলোকে এর মধ্যে আবেদন করতে হবে।
এজেন্সি মালিক মাহবুব হোসেন বলেন, গত কয়েক বছরের তুলনায় এবার ওমরায় খরচ দ্বিগুণ হবে। এর আগে ওমরাহর জন্য সর্বোচ্চ এক লাখ টাকা খরচ হতো। এবার সেখানে সর্বনিন্ম দুই লাখ টাকা লাগবে। এয়ারলাইন্সের ভাড়া বৃদ্ধি, ভিসা প্রসেসিং, সৌদি আরবে আবাসিক খরচ, সামাজিক দূরত্ব মানা, বাসে যাত্রী কম থাকাসহ বিভিন্ন কারণে এ খরচ বাড়বে।
সৌদি সরকার জানায়, করোনা পরিস্থিতিতে এবার শুধুমাত্র ২৫ থেকে ৫০ বছর বয়সীরাই ওমরাহ পালনে যেতে পারবেন। এর আগে গত ১ নভেম্বর থেকে বিদেশীদের জন্য ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে সৌদি সরকার।
আনন্দবাজার/টি এস পি