মৌসুমি বায়ুর প্রভাব চলমান থাকায় বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের পরই প্রকৃতিতে ধীরে ধীরে শীত আসতে শুরু করবে। তবে চলতি বছর প্রকৃতিতে শীত আসতেও কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
এবার অক্টোবরে পর পর সৃষ্টি হওয়ায় দুটো লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, বরিশাল, সিলেটসহ কয়েকটি অঞ্চলে আগামী দুই দিনও হালকা বৃষ্টি থাকবে এবং লঘুচাপের এই প্রভাব কমলেই দেশজুড়ে শীতল আমেজ শুরু হবে বলে জানায় তারা।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বিগত বছরগুলোতে যেভাবে নভেম্বরেই রাতের তাপমাত্রা কম থাকত। এবার বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণেই তাপমাত্রাটা কম নাই। বঙ্গোপসাগরে একটার পর একটা লঘুচাপ অবস্থান করার কারণে এবছর অক্টোবরে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি।
সব সময় নভেম্বর মাস থেকে তাপমাত্রাটা কমতে শুরু করে। এবার আজ থেকেই হয়তো দেশের উত্তর-পূর্ব অঞ্চলে শীতের আমেজ পড়তে শুরু করবে বলে জানান তিনি।
আনন্দবাজার/এম.কে