শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ৩০, শনাক্ত ১৪৯৯ জন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ৩০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৫ জনে। এ সময়ে নতুন করে করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস পরিস্থিতির স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬৫১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৮৪ হাজার ৮৩৩ জন।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  এবার ইভ্যালির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে 

সংবাদটি শেয়ার করুন