শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলের সঙ্গে জড়িতদের কাছে আমি জনপ্রিয় : সালাউদ্দিন

বহু জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ফের দেশের ফুটবলের সর্বোচ্চ আসনে বসেছেন কাজী মো. সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে ৯৪ ভোট পেয়ে চতুর্থবারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পাচ্ছেন কিংবদন্তি এই ফুটবলার।

গতকাল শনিবার রাতে বিজয়ী হওয়ার পর তিনি বলেন, দেশের ফুটবলের জন্য ভালো কিছু করার ফল হিসেবে নির্বাচনে জয়ী হয়েছেন।
কাজী মো. সালাউদ্দিন বলেন, আমার শক্তি আমার ফুটবলাররা। জাতীয় দলের সব খেলোয়াড়রা আমাকে ভালোবাসে। আজকের নির্বাচনে সব খেলোয়াড় আমাকে শুভেচ্ছা জানাতে এসেছে। এটা অনেক বড় জিনিস। যারা আজকে খেলছে, এখন দেশের ফুটবলকে এগিয়ে নিচ্ছে তারা আজকে আমাকে শুভকামনা জানাতে এসেছে। তখনই আমার মনে হয়েছে, অবশ্যই আমি ভালো কিছু করেছি তাই তারা আমাকে এতটা সমর্থন করে।

নির্বাচনের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাস্তায় পর্যন্ত সালাউদ্দিন বিরোধী আন্দোলন দেখা গেছে। এছাড়া ভোট চলাকালীন প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের সামনেও কয়েকজন তরুণকে প্লা-কার্ড নিয়ে মানবন্ধন করতে দেখা গেছে। দিনের পর দিন ভোট বাড়ছে। এর কারণ হিসেবে নিজের করা ভালো কাজ রয়েছে বলে মনে করছেন বাফুফে সভাপতি।

আনন্দবাজার/টি এস পি

আরও পড়ুনঃ  লালপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন