নাটোরের সিংড়া উপজেলায় চলনবিলে বন্যার পানি কমতে শুরু করেছে। ফলে পানি কমতে শুরু করায় অনেকটাই স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মধ্যে।
জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) সকাল পর্যন্ত আত্রাই নদীর পানি কমে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুর থেকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করায় ওই পৌরসভার নানা জলাবদ্ধ এলাকার পানি নামতে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্ত বন্যার ভয়াবহতা নিয়ে আতঙ্ক কাটেনি এলাকাবাসীর। বর্তমানে ভাঙনের আতঙ্ক বিরাজ করছে নদীপাড়ের মানুষদের মধ্যে। কারণ আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে আবার বন্যার পানি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এই ব্যাপারে নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু রায়হান বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে ভাঙন কবলিত স্থানগুলো নিরূপণ কাজ শুরু হয়েছে।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, বর্তমানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ মজুদ রয়েছে। সেই সাথে বন্যায় ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।
আনন্দবাজার/এইচ এস কে