শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবনের বিষ দিয়ে মাছ শিকার কালে ৩ জেলে আটক

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল অফিস এলাকার মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে বিষ দিয়ে মাছ শিকার কালে তিন জেলেকে সোমবার সকালে আটক করেছে বনরক্ষীরা। এসময়ে বিষ দিয়ে আহরিত ১২ কেজি মাছ, এক বোতল বিষ, একটি হাত করাত, দুটি দা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন, খুলনার দাকোপ উপজেলার পূর্ব ঢাংমারী গ্রামের নূর মোহাম্মদ ঢালির ছেলে বেল্লাল ঢালি (৪০), একই উপজেলার উত্তর কালাবগী গ্রামের বাবর ঢালীর দুই ছেলে মনিরুল ঢালি (৪২) ও মাসুম ঢালি (৩৫)।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল অফিসের বনরক্ষীরা সোমবার সকালে নিয়মিত টহল দেয়ার সময় মাছ আহরণ নিষিদ্ধ চাড়াখালী খালে একটি ডিঙ্গি নৌকা দেখতে পেয়ে নৌকাটিতে তল্লাশি চালায়।

এসময়ে বিষ দিয়ে আহরিত ১২ কেজি মাছ, এক বোতল বিষ, একটি হাত করাত, দুটি দা ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটক করা তিন জেলেকে। আটক জেলেদের নামে বন আইনে মামলা দায়ের করে বিকালে খুলনা জেলা আদালতে পাঠানো হবে।

আনন্দবাজার/শহক/মোসু 

আরও পড়ুনঃ  ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ

সংবাদটি শেয়ার করুন