ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রেলবহরে যুক্ত হচ্ছে আরও ২২ মিটারগেজ কোচ

রেলবহরে যুক্ত হচ্ছে আরও ২২ মিটারগেজ কোচ। সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে ২০০ কোচ আমদানির অংশ হিসেবে বাংলাদেশে এসেছে আরও ২২টি নতুন মিটারগেজ কোচ।

জানা গেছে, গতকাল শনিবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে যাওয়া হয় কোচগুলো। ব্যাপারটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলের জন্য ২০০টি মিটারগেজ ক্যারেজ সংগ্রহ প্রকল্পের পরিচালক বোরহান উদ্দিন।

তিনি বলেন, গত শুক্রবার ইন্দোনেশিয়া থেকে কোচগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। গতকাল শনিবার নতুন এই কোচগুলো বন্দর থেকে সরাসরি পাহাড়তলী রেল কারখানায় নিয়ে রাখা হয়।

আরও জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আনা প্রতিটি মিটারগেজ কোচের মূল্য পড়ছে ৩.০৩ কোটি টাকা‌।

প্রকল্পের অধীনে ৯ ধাপে ইন্দোনেশিয়া থেকে ২০০ কোচ আমদানি করা হচ্ছে। এর আগে ৭টি ধাপে ১৫৮টি মিটারগেজ কোচ বাংলাদেশে আনা হয়েছে। আর এখন অষ্টম ধাপে আসলো আরও ২২টি নতুন মিটারগেজ কোচ। অর্থাৎ ২০০টি কোচের মধ্যে ইতোমধ্যে ১৮০টি কোচ দেশে পৌঁছেছে।

তবে শেষ ধাপের কোচগুলো চলতি বছরই দেশে আসবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন