ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ১৪৪ ধারা জারি

নারায়ণগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও ওলামা পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে এই ধারা জারি করা হয়েছে। এর আগে আইসিটি মামলায় গ্রেফতার করা হয়েছিল আলাউদ্দিন জিহাদীকে। তার মুক্তির জন্যই এই দল দু’টি পাল্টাপাল্টি কর্মসূচী ডেকেছিল।

জানা গেছে, রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে শহরে ১৪৪ ধারা জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ৷ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবন থেকে চাষাঢ়া শহীদ মিনার ও খানপুর ৩ শয্যা হাসপাতাল পর্যন্ত এই ১৪৪ ধারা বহাল থাকবে।

জেলা প্রশাসক উল্লেখ করেন, জারিকৃত এলাকায় কোন জটলা, মিছিল, সমাবেশ, সভা, অস্ত্র বহন এবং সন্দেহজনক ঘোরাফেরা একেবারেই নিষিদ্ধ। এমনকি সমাবেশের উদ্দেশ্যে কোনো মাইকও ব্যবহার করা যাবে না। তবে জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই নির্দেশনার আওতার বাইরে থাকবে।

এই ব্যাপারে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি বলেন, শহরে সভা-সমাবেশের ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি বহাল থাকবে ৷

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে শহরে নিরাপত্তা নিশ্চিত রাখার জন্য ৩৪৭ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ৷ এছাড়া প্রস্তুত রাখা হয়েছে জলকামান এবং রায়ট কার ৷ যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন