ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরামপুরে পায়ে শিকল বেধে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতন, শিক্ষক আটক

দিনাজপুরের বিরামপুরে এক মাদ্রাসা ছাত্রকে পায়ে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্মম নির্যাতন চালানোর ঘটনায় শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার দিওড় ইউনিয়নের কাদিপুর গ্রামের তালিমুদ্দিন ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মারুফ হাসান কে নির্যাতন করে পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখে শিক্ষক লুৎফর রহমান। পরে রাতে শিশুটি শিকল পরিহিত অবস্থায় ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে পার্শ্ববর্তী চৌধুরী পাড়া গ্রামে যায়।

এসময় স্থানীয় গ্রামবাসী ছেলেটিকে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে শিকল পরিহিত অবস্থায় ছেলেটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।ঘটনা বেগতিক দেখে মাদ্রাসার শিক্ষক লুৎফর রহমান (৩৫) পালিয়ে যায়। কিন্তু পুলিশ মাদ্রাসায় কর্মরত অন্য দুই শিক্ষকের মাধ্যমে সু-কৌশলে শিক্ষক লুৎফর রহমানকে থানায় ডেকে নেয়।

রাতেই ছাত্রের পিতা পার্শ্ববতী নবাবগঞ্জ থানার মহারাজপুর গ্রামের ছামসুল হকের পুত্র মাসুম মিয়া বাদী হয়ে শিশু আইনে থানায় মামলা দায়ের করে।যার মামলা নং- ১২। এ ঘটনায় আটককৃত শিক্ষক লুৎফর রহমানকে আজ দিনাজপুর জেলহাজতে প্রেরণ করে। আটককৃত শিক্ষক লুৎফর রহমান পাশ্ববর্তী ফুলবাড়ী উপজেলার রুদ্রানী গ্রামের মৃত: ছাইফুল ইসলামের ছেলে।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার মিন্টু মিয়া জানান, শিশু নির্যাতনের বিষয়টি অতি দুঃখ জনক। আটককৃত শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া প্রয়োজন। এ রিপোট লেখা পর্যন্ত স্থানীয় গ্রাম বাসী মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আনন্দবাজার/শহক/মোকা

সংবাদটি শেয়ার করুন