ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল চেয়ে বিক্ষোভ

রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলসহ দূর্নীতি লুটপাট বন্ধ করে শ্রমিকদের বকেয়া বেতনের দাবি জানিয়ে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ করেছে ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও শ্রমিক ফ্রন্ট।

বুধবার সকাল সাড়ে ১১টায় চিনিকল সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠন দুটির অর্ধ-শতাধিক নেতা কর্মী। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের পাঁচুরমোড়ে এসে সমাবেশ করে তারা।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক এম এ রশিদ, বাসদ আহ্বায়ক ওয়াজেদ পারভেজ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি আমিনুল ইসলাম, শ্রমিক ফ্রন্টের সদস্য সচিব সামিউল ইসলাম বাবু প্রমিখ।

সমাবেশে বক্তারা বলেন, পাটকলে দুর্নীতি লুটপাট বন্ধ করে পাটকলগুলোকে অধুনিকায়ন করাসহ শ্রমিকদের সকল প্রকার বকেয়া বেতন পপ্রিশোধ করার দাবি জানান বক্তারা।

আনন্দবাজার/শহক/রিআরি

সংবাদটি শেয়ার করুন