বর্তমান সরকারের সময়ে দেশের রাস্তা-ঘাট ব্যাপক উন্নয়ন হলেও সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলাধীন ধানগড়া ইউনিয়নের বাশুরিয়া গ্রামের এক মাত্র জনগুরুত্বপূর্ন রাস্তাটি প্রায় এক যুগ ধরে কোন উন্নয়নের ছোঁয়া পড়েনি। তাদের প্রায় ২- কিলোমিটার রাস্তাটির অবস্থা অত্যন্ত বেহাল দশা। উপজেলার বিভিন্ন স্থানে যোগাযোগ খাতে উন্নয়নের বিপ্লব ঘটলেও স্থানীয় কর্তৃপক্ষ নীরব থাকায় বাশুরিয়া গ্রামের রাস্তাটি দীর্ঘদিন থেকে সংস্কারের মাধ্যমে উন্নয়নের কোন উদ্যোগ না নেওয়ায় বর্তমানে রাস্তায় চলাচলে জন্য একেবারে অনুপযোগী হয়ে পরেছে।
সরেজমিনে দেখা গেছে, রায়গঞ্জ উপজেলার ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাশুরিয়া গ্রাম। সেই গ্রামে প্রায় এক হাজার মানুষের বসবাস। তাদের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কার করে আসছে ঐ এলাকার জনসাধারণ! বর্তমান রাস্তাটি অনেক সরু হয়েছে। সেখানে যানবাহন চলাচল তো দুরের কথা, পায়ে হেঁটে চলাচল করতে তাদের খুব কষ্ট হচ্ছে। বর্তমানে সেই রাস্তাটির বেশীর ভাগ অংশ ভেঙ্গে গিয়ে সরু হয়েছে। এরপরও ওই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করার ফলে সেখানে প্রায় সময়ই ঘটছে ছোট-খাট দুর্ঘটনা।
উপজেলার ইউনিয়নের ধানগড়া বাশুরিয়া গ্রামের বাসিন্দারা। অভিযোগ করে জানান, তাদের গ্রামের এক মাত্র গুরুত্বপূর্ন রাস্তাটি প্রায় এক যুগ ধরে কোন উন্নয়ন করেনি কর্তৃপক্ষ। তাছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরাও এই রাস্তাটি সংস্কারের ব্যপারে উদ্যোগ নিবেন বলে জানান। এই রাস্তাটি তাদের চলাচলের জন্য উপযোগী করে দিবেন বলে তিনি এমনটি আশ্বাস দেন।
উপজেলার ৮নং ওয়ার্ডের গ্রামের অটোভ্যান চালকরা সহ কৃষকশ্রেণী সর্বসাধারণ ব্যাক্তি গন বলেন, আমাদের এই রাস্তাটিতে বিভিন্ন স্থানে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ওই রাস্তা দিয়ে অটোভ্যানে ধান, আলু নিয়ে চলাচলের সময় আমাদের অটোভ্যানগুলু উল্টে যায় আবার কখনো ভেঙ্গে পড়ে যাত্রীরা আহত হচ্ছে। এই রাস্তাটি দ্রুত মেরামত করা না হলে যে কোন সময়ে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।
আনন্দবাজার/শহক/সাইআ