দেশের মানুষের হিংস্রতা, জঙ্গি তৎপরতা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল মিশ্রণ, নারী ও শিশু পাচার প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে দেশের প্রত্যন্ত গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকার মনে করে গ্রামীণ জনগোষ্ঠী এই আইনগুলো সম্পর্কে সচেতন হলে তারা সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করবে। এ লক্ষ্যে জঙ্গি তৎপরতা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল মিশ্রণ, নারী ও শিশু পাচার প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণের উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মোট ১০৭ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত) শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক।
এই প্রকল্পের আওতায় গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে জঙ্গি তৎপরতা, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, খাদ্যে ভেজাল মিশ্রণ, নারী ও শিশু পাচার প্রতিরোধে প্রচলিত আইন সম্পর্কে সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালিত হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে গণযোগাযোগ অধিদফতর।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের ৬৪ জেলার ৪ হাজার ৫৫৪টি ইউনিয়ন, ৩১৬টি পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় প্রকল্পটি ২০২১ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়িত হবে। প্রকল্পটি চলতি ২০২০-২০২১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
আনন্দবাজার/ইউএসএস