ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে কয়লা উৎপাদন ও সীসার তৈরীর কারখানা বন্ধ 

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের মুরগি বাজার এলাকায় চুল্লিতে ব্যাটারি গলিয়ে সিসা তৈরি ও কাঠ পুড়িয়ে কয়লা তৈরির করখানা বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর পরিবেশ অধিদপ্তর ও শ্রীপুর উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা ফারজানা নাসরীন ঘটনাস্থল পরিদর্শন করে এসব বেআইনি কার্যক্রম বন্ধ করে।

আজ (২৬আগস্ট )বুধবার এক অভিযানের মাধ্যমে ইটের চুল্লি তৈরি করে বনের জ্বালানি কাঠ অবৈধভাবে ব্যবহার করে কয়লা তৈরির ২৭টি চুল্লি দ্বারা নির্গত ধোঁয়া দিয়ে আশেপাশের এলাকা দূষিত করায় চুল্লি গুলো ভেঙে কয়লা তৈরির কারখানা গুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া তেলিহাটি ইউনিয়নের একটি পুরনো ব্যাটারি থেকে সিসা তৈরির অবৈধ কারখানাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং তাদের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানের সময় এসব স্থাপনার মালিক ও শ্রমিকদের পাওয়া যায়নি।এ সময় হাজির ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও বন বিভাগের শ্রীপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুল হক, বিট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন শ্রীপুর থানারপুলিশ সদস্যরা।

আনন্দবাজার/শাহী/মহিউদ্দীন

সংবাদটি শেয়ার করুন