ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় নতুন করে আরও দুজন করোনায় সংক্রমিত

সুনামগঞ্জের ধর্মপাশা উডপজেলায় নতুন করে একজন পুরুষ (৭০) ও একজন নারী (২৬) কোভিড ১৯ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে উপজেলায় কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা ২৯জন। এদের মধ্যে কোভিড ১৯কে জয় করে সুস্থ হয়েছেন ২৪ জন এবং মারা গেছেন একজন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এটিই উপজেলায় প্রথম মৃত্যু। উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে এই তথ্য পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত নারী, পুরুষ, কিশোর কিশোরী ও শিশুসহ ৪৩০ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বশেষ সোমবার ৮জনের করোনার নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ওইদিন রাত আটটার দিকে ইমেইলের মাধ্যমে উপজেলা স্বান্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকারকে জানানো হয়েছে যে, নমুনা পরীক্ষা করে আটজনের মধ্যে দুজনের করোনার পজেটিভ শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত দুজনেরর মধ্যে একজন পুরুষ (৭০) একজন নারী (২৬) রয়েছেন। করোনায় আক্রান্ত ওই দুজনই বেশ কিছুদিন ধরে সর্দি ও কাশিতে ভুগছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ঝন্টু সরকার বলেন, এ পর্যন্ত উপজেলায় ২৯জন করোনায় সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে ২৪জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন এবং গত ১৯জুলাই রাতে করোনায় আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্তসহ মোট চারজন হোম আইসোলে্শনে রয়েছেন। বিষয়টি সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন মহোদয় ও ইউএনও সাহেবকে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন,করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।

আনন্দবাজার/শাহী/মোবারক

সংবাদটি শেয়ার করুন