শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে জাহাজডুবি, নিখোঁজ ১২ নাবিককে উদ্ধার

বঙ্গোপসাগরে সাঙ্গু গ্যাস ফিল্ডের কাছে কয়লাবাহী লাইটার জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ১২ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি দল। উদ্ধারকৃত নাবিকরা এখন ১৫ নাম্বার ঘটে অবস্থান করছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বৈরী আবহাওয়ার কারণে জাহাজ ডুবে গেলে নাবিকরা নিখোঁজ হন।

এর আগে কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, এমভি হীরা পর্বত-৮ নামে কয়লাবোঝাই একটি লাইটার জাহাজ সকাল সাড়ে ৮টার দিকে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ও ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় মোট ১২ নাবিক নিখোঁজ হয়।

আরও পড়ুনঃ  ক্রেতার দ্বিধায় বেপারীর শঙ্কা

সংবাদটি শেয়ার করুন