ঢাকা | রবিবার
২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের পর করোনা সংক্রমণ বাড়তে পারে : স্বাস্থ্যমন্ত্রী

ঈদে গাদাগাদি করে বাড়ি যাওয়ার কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

করোনায় মৃত্যুহার কমে আসা স্বস্তিদায়ক বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় ভ্যাকসিন যেখানেই বের হবে, দেশের মানুষের জন্য সেখানে থেকেই দ্রুত সংগ্রহ করা হবে।

তিনি আরও বলেন, ঈদে অনেক মানুষ গ্রামের বাড়িতে গেছে এজন্য সংক্রমণ কিছুটা বাড়তে পারে। গত কয়েকদিনে আমাদের সংক্রমণ ও মৃত্যুর হার কিছুটা কমে গেছে। মৃত্যুর হার কমে যাওয়াটা একটা সফলতা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন