শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা: হাসপাতালের ১১ হাজার শয্যাই খালি রয়েছে

কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত সরকারি-বেসরকারি হাসপাতালগুলোর ১৫ হাজার ৬৬৩টি শয্যার মধ্যে ১১ হাজারের বেশি বিছানাই খালি পড়ে আছে। আজ শুক্রবার দেশে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা এই তথ্য নিশ্চিত করেনে।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালের ১৫ হাজার ১৩১টি সাধারণ শয্যার মধ্যে মাত্র ৪ হাজার ২৭৯টিতে রোগী ভর্তি রয়েছে। বিপরীতে ১০ হাজার ৮৫২টি সাধারণ শয্যা খালি রয়েছে। এদিকে ৫৩২টি আইসিইউ শয্যার মধ্যে ৩০৬টিতে রোগী ভর্তি থাকলেও ২২৬টি আইসিইউ শয্যা এখনও খালি রয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, রাজধানীর হাসপাতালগুলোর সাধারণ শয্যায় ২ হাজার ১০৩ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও আইসিইউতে রয়েছেন ১৮৪ জন রোগী।

এদিকে চট্টগ্রামে নগরীতে সাধারণ শয্যায় ২৮৮ জন এবং আইসিইউতে ২২ জন রোগী ভর্তি রয়েছেন। দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় এক হাজার ৮৮৮ জন এবং আইসিইউতে ১০০ জন রোগী ভর্তি রয়েছেন।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  লকডাউন শিথিল হলে যুক্তরাজ্যে এক লাখ মৃত্যুর শঙ্কা

সংবাদটি শেয়ার করুন